রানওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বিমান সড়কে
কুরিয়ার কোম্পানি ডিএইচএলের একটি মালবাহী বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে সড়কে উঠে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে ইতালির বার্গামো শহরের একটি বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
ইতালির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বোয়িং ৭৩৭-৪০০ মডেলের বিমানটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেটা রানওয়ে থেকে বেষ্টনী ভেঙে সড়কে উঠে থেমে যায়।
বিবৃতিতে ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা ক্যাপ্টেন ও এক কর্মকর্তা অক্ষত আছেন।
বিমানটির মালিকানা প্রতিষ্ঠান এএসএল এয়ারলাইনস হাঙ্গেরি বিবৃতিতে জানিয়েছে, ‘ঘটনার সময় বিমানবন্দরে ভারি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। এয়ারলাইনসের বুদাপেস্টের সদর দপ্তর থেকে একটি দল পাঠানো হয়েছে।’
সিএনএন জানিয়েছে, দুর্ঘটনার ছবিতে দেখা যায় বিমানটি সড়কের দিকে এগিয়ে যাচ্ছে এবং নিচে থাকা জিনিসপত্র চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, জায়গাটি পরিষ্কার করতে কয়েক ঘণ্টা লেগে যাবে।
বিমানটি প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর থেকে আজ সকালে উত্তর ইতালির সেরিও বিমানবন্দরে অবতরণ করে।
দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ থাকার পর চালু হলেও কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে বা বিলম্বে ছেড়েছে।