বিশ্বের সবচেয়ে উঁচু ওয়াটার পার্কে শিশুর রহস্যজনক মৃত্যু

যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যের কানসাস নগরীর শলিটার্বান ওয়াটার পার্কের ওয়াটার টাওয়ারে ১০ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। কানসাসের পুলিশের বরাতে রয়টার্সের খবরে গত রোববার ওই রাজ্যের এক আইনপ্রণেতার ছেলে কালেব শোয়েবের এই মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে ব্যাখ্যা করা হয়। মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে রয়টার্স।
শলিটার্বান ওয়াটার পার্কের মুখপাত্র উইন্টার প্রসাপিও এক সংবাদ সম্মেলনে বলেন, পার্কে এ ধরনের ঘটনা এটাই প্রথম। তিনি বলেন, ‘এ ধরনের অভিজ্ঞতা আমাদের আগে হয়নি। ঘটনা নিয়ে তদন্ত প্রায় শেষ পর্যায়ে।’
পার্ক কর্তৃপক্ষ ওই বালকের আসলে কী হয়েছিল, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। তবে তারা বলেছে, শোয়েবের পরিবারের প্রতি তারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
কানসাস নগর পুলিশপ্রধান টেরি জেগলারসের টুইটার অ্যাকাউন্টে এক বার্তা অনুযায়ী, ঘাড়ে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়ায় এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।