অস্ত্র অধিকার বিষয়ে ট্রাম্পের মন্তব্য নিয়ে বিতর্ক

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিরোধী ডেমোক্র্যাটদের থামাতে সমর্থকদের অস্ত্র অধিকার আইনের অনুশীলন করতে বলেছেন। তাঁর এমন মন্তব্যের ব্যাপক সমালোচনা হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উইলমিংটনে এক নির্বাচনী প্রচারে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প ওই মন্তব্য করেন।
বিবিসির খবরে বলা হয়, ভাষণে ট্রাম্প বলেন, নভেম্বরের নির্বাচনে জয়ী হলে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন বিচারকদের করায়ত্ত করে অস্ত্র অধিকার আইন তুলে দিতে পারেন। এ সময় তিনি অস্ত্র আইনের ক্ষমতা তুলে নিয়ে হিলারিকে থামাতে সমর্থকদের প্রতি আহ্বান জানান।
নর্থ ক্যারোলিনায় ডোনাল্ড ট্রাম্পের গতকালের মন্তব্যের পর পরই অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু যায়। এ মন্তব্যের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প সহিংসতা উসকে দিচ্ছেন বলে দাবি করেন অনেকে।
হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারের ব্যবস্থাপক রবি মুক বলেন, ডোনাল্ড ট্রাম্প ভয়ংকর কথা বলছেন।
ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সাফাই হিসেবে তাঁর প্রচার দল জানিয়েছে, ওই বক্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিকভাবে ব্যালটে উত্তর দিতে বলেছেন অস্ত্র অধিকারের সমর্থকদের। প্রচার দল থেকে আরো বলা হয়, এবার অস্ত্র অধিকার আইনের সমর্থকরা বিপুল পরিমাণ ভোট দেবে এবং তা হিলারির পক্ষে যাবে না।
যুক্তরাষ্ট্রে গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বলেন, ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের বিষয়ে তাঁরা নজর রাখছেন। তবে এর বাইরে কোনো প্রশ্নের উত্তর জানাতে তিনি অস্বীকৃতি জানান।
হিলারি ক্লিনটন নিজের প্রচারে অস্ত্র অধিকার আইন কঠোর করার বিষয়ে তাঁর ইচ্ছার কথা জানিয়েছেন। তবে কখনোই তিনি অস্ত্র অধিকার আইন বাতিল করার কথা বলেননি।
মার্কিন মুসলমান সেনার মা-বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিভিন্ন নেতিবাচক শিরোনামে টানা আট দিন সংবাদমাধ্যমের খবরে এসেছেন ট্রাম্প। এরই মধ্যে অস্ত্র আইন নিয়ে ট্রাম্প বিতর্কিত মন্তব্য করলেন।