এবার ট্রাম্পের প্রচারণায় হ্যাকারদের হামলা

সমস্যা যেন পিছু ছাড়ছেই না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। শুক্রবারে প্রথমে প্রচারণা প্রধানের পদত্যাগের পর হ্যাকার হামলার শিকার হলো ডোনাল্ড ট্রাম্পের কম্পিউটার সিস্টেম।
ট্রাম্পের প্রচারণা শিবিরের সূত্রে রয়টার্স জানায়,পুরোনো ম্যালওয়্যার থেকে এই সাইবার হামলার সূত্রপাত। ২০১৫ সালে ট্রাম্পের অন্তত একজন কর্মচারীর ইমেইল অ্যাকাউন্ট ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছিল। পরে ওই অ্যাকাউন্ট থেকে সহকর্মীদের ইনবক্সে আক্রোশপূর্ণ ইমেইল পাঠানো হয়। তবে ট্রাম্পের প্রচারণায় ব্যবহৃত কম্পিউটারগুলোয় হ্যাকাররা প্রবেশ করতে পেরেছে কি না, তা এখনো অস্পষ্ট।
এর আগে গত মাসে হ্যাকাররা গত বছর ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি (ডিএনসি), হিলারি ক্লিনটনের প্রেসিডেন্সিয়াল প্রচারণা ও তাঁর দলের কংগ্রেশনাল ফান্ডরাইজিং কমিটির কম্পিউটার এবং নিরাপত্তা কাঠামোয় অনুপ্রবেশ করেছিল। সাইবার হামলার ওই ঘটনায় ডেমোক্র্যাটরা রাশিয়াকে এ নিয়ে প্রকাশ্যে দোষারোপ করেছিল।