দর্শকদের জটিলতায় ফাইনাল শুরু হতে বিলম্ব

দর্শকদের জটিলতায় ফাইনাল শুরু হতে বিলম্ব

বাংলাদেশ সময় ঘড়িতে রাত ১টা বাজলেই শুরু হওয়ার কথা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। কিন্তু দর্শকদের মাঠে প্রবেশ নিয়ে জটিলতায় নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, তিন ধাপে পিছিয়ে ম্যাচ শুরু হবে ৩৬ মিনিট দেরিতে। সুতরাং বাংলাদেশ সময় রাত ১টা ৩৬ মিনিটে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। 

ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইকে কেন্দ্র করে রং লেগেছে পুরো প্যারিসে। ফ্রান্সের কোনো ক্লাব ফাইনালে না থাকলেও লাল আর সাদায় সেজে উঠেছে প্যারিস। ফাইনালকে ঘিরে দলে দলে ভক্তরা প্যারিসে পাড়ি দিয়েছেন। কারো জুটেছে মাঠে বসে এই রোমাঞ্চ দেখার সুযোগ, কেউ আবার মাঠের বাইরে থেকেই অংশ নিয়েছেন এই ফুটবল উৎসবে। সবমিলে প্যারিস জুড়ে যেন উৎসবের আবহ।

এত উৎসবের মাঝে মাঠের লড়াইও উত্তেজনার রেণু ছড়াচ্ছে। কারণ এবারের ইউরোপসেরা হওয়ার জন্য লড়বে শক্তিশালী দুদল—লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ১টায়। কিন্তু দর্শকদের মাঠে প্রবেশের জটিলতায় ৩৬ মিনিট দেরি করে শুরু হয় ফাইনাল লড়াই। 

পরিসংখ্যান ঘাটলে রিয়াল মাদ্রিদকেই এগিয়ে রাখবেন ফুটবল ভক্তরা। কারণ এই চ্যাম্পিয়নস লিগকে প্রায় নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে স্প্যানিশ ক্লাবটি। এই প্রতিযোগিতায় ১৬ বার ফাইনালে উঠে ১৩ বারই শিরোপা জিতেছে রিয়াল। অন্যদিকে তাদের অর্ধেকবারও এই ট্রফি ছোঁয়ার সুযোগ পায়নি লিভারপুল। তাদের ঝুলিতে আছে ৬টি শিরোপা।

এ ছাড়া প্রতিযোগিতাটিতে এর আগে এই দুদল মোট আটবার মুখোমুখি হয়েছে। যার মধ্যে রিয়াল জিতেছে চার বার, লিভারপুল জিতেছে তিন বার। এই জায়গায়ও এগিয়ে রিয়াল।

তবুও লড়াইয়ের মঞ্চে সবসময় যে পরিসংখ্যান মতোই হবে সেটা বলা যায় না। সেটা মানছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। তাই ফাইনালে কাউকেই ফেভারিটের কাতারে ফেলছেন না রিয়াল কোচ। প্যারিসে মেগা ফাইনালে যে জিতবে সেই উঁচিয়ে ধরবে চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

Author: 
স্পোর্টস ডেস্ক
News type: 
Web
Publish date: 
Saturday, May 28, 2022 - 18:25
URL category: 
খেলাধুলা
News category: 
খেলাধুলা
শীর্ষ সংবাদ
ফুটবল
Breadcrumb category: 
ফুটবল