সৈয়দ মাহফুজুল হক মারজান সৈয়দ মাহফুজুল হক মারজান

সৈয়দ মাহফুজুল হক মারজান গণমাধ্যমের প্রভাব, ইসলামিজম, সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ নিয়ে কাজ করেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর ১০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গবেষণা গ্রন্থের সংখ্যা দুটি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রভাষক। একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এর আগে তিনি কাজ করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ৭১ টেলিভিশন, কালের কণ্ঠ ও দৈনিক সংবাদে। সৈয়দ মাহফুজুল হক মারজানের জন্ম ১৯৮৭ সালের সাত নভেম্বর, ঢাকায়। তার পৈত্রিক নিবাস কিশোরগঞ্জ জেলার নিকলী থানার ধারীশ্বর গ্রামের সাহেব বাড়িতে।