কীভাবে ব্যাগ গোছালে বিমানে বাড়তি লাগেজের জন্য টাকা দিতে হবে না?
ছুটি পেলেই বেড়াতে যাওয়ার জন্য মন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু ব্যাগ গোছানো নাম শুনলেই গায়ে জ্বর চলে আসে অনেকের। লাগেজ গোছানো এমনিতে বেশ ঝামেলার। তার উপর বিমানে গেলে ব্যাগ যাতে বেশি ভারী না হয়, সেদিকে খেয়াল রাখতে হয়। এর কারণ, ব্যাগের ওজন ১৫ কিলোর বেশি হলেই বাড়তি টাকা দিতে হয়। আর হ্যান্ড-ল্যাগেজ ৭ কিলোর বেশি নিয়ে আপনি ফ্লাইটে উঠতে পারবেন না। অকারণে টাকা দিতে কার-ই বা ভালো লাগে। তাহলে কীভাবে...
সর্বাধিক ক্লিক