রম্য : পেঁয়াজের সাথে আমি দেব না তোমার তুলনা...

দাম বাড়তে বাড়তে পেঁয়াজ এখন রীতিমতো ‘বিলাসী’ পণ্যে পরিণত হয়েছে। ঠিক এই সময়ে পেঁয়াজ নিয়ে নানা কাহিনি ঘটছে। কয়েকটি জানাচ্ছেন হাস্যরস প্রতিবেদক।—কোরবানির ঈদ এলে মানুষ গরু কিনে নিয়ে যাওয়ার সময় অন্যরা জিজ্ঞেস করে, ‘ভাই, কত?’ এখন পেঁয়াজকে নিয়েও সেই একই ঘটনা ঘটছে। বাজার থেকে কেউ পেঁয়াজ কিনে নিয়ে যাওয়ার সময় পথে ‘কত পড়ল, ভাই?’ প্রশ্নের মুখোমুখি হচ্ছেন।—পেঁয়াজ এখন দামের দিক দিয়ে ডাবল সেঞ্চুরি করেছে।...