আফ্রিকার হস্তশিল্পের ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া

আধুনিক এ ফ্যাশনের যুগে হাতের কাজের কদর কমে চলেছে। আফ্রিকার এক নারী প্রাচীন সেই শিল্প বাঁচিয়ে রেখে আধুনিক ফ্যাশনের জগতে পণ্য পৌঁছে দেওয়ার ব্রত নিয়েছেন। নিখুঁত হাতের কাজ, সুন্দর করে বোনা হয়েছে। কিন্তু আজকের যুগে কেই বা নিজের হাতে ক্রোশে বা মাক্রামে তৈরি করে? হেনরিয়েটা আগিয়েকুমহেনে কিন্তু নিজের ডিজাইনে এমন চিরায়ত কৌশল ব্যবহারের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তিনি মনে করেন, ‘কৌশলগুলো বহু প্রজন্ম আগের হলেও...