নতুন আবহে মাকসুদা আখতার প্রিয়তী: প্রকাশিত হলো ‘ভাঙনের ভাষা’
মাতৃত্ব মানেই কি কেবল আত্মত্যাগ আর হাসিমুখ? এই চিরাচরিত ধারণার বাইরে গিয়ে মাতৃত্বের কঠিন বাস্তবতাকে সাহসের সাথে তুলে ধরেছেন লেখক মাকসুদা আখতার প্রিয়তী। তাঁর সাম্প্রতিকতম গ্রন্থ “ভাঙনের ভাষা — ভাঙন থেকে বিকাশ”-এ তিনি পাঠকদের মুখোমুখি করেছেন এক অদেখা সত্যের।বইটি অন্য দশটি বইয়ের চেয়ে আলাদা, কারণ এখানে মাতৃত্বকে গতানুগতিকভাবে 'রোমান্টিসাইজ' বা অতি-কল্পনা করা হয়নি। লেখক মায়েদের মানসিক ও শারীরিক...
সর্বাধিক ক্লিক
