নতুন আবহে মাকসুদা আখতার প্রিয়তী: প্রকাশিত হলো ‘ভাঙনের ভাষা’
মাতৃত্ব মানেই কি কেবল আত্মত্যাগ আর হাসিমুখ? এই চিরাচরিত ধারণার বাইরে গিয়ে মাতৃত্বের কঠিন বাস্তবতাকে সাহসের সাথে তুলে ধরেছেন লেখক মাকসুদা আখতার প্রিয়তী। তাঁর সাম্প্রতিকতম গ্রন্থ “ভাঙনের ভাষা — ভাঙন থেকে বিকাশ”-এ তিনি পাঠকদের মুখোমুখি করেছেন এক অদেখা সত্যের।
বইটি অন্য দশটি বইয়ের চেয়ে আলাদা, কারণ এখানে মাতৃত্বকে গতানুগতিকভাবে 'রোমান্টিসাইজ' বা অতি-কল্পনা করা হয়নি। লেখক মায়েদের মানসিক ও শারীরিক কষ্টকে কেবল “ব্যক্তিগত দুর্বলতা” হিসেবে না দেখে সেটিকে সামাজিক ও পারিবারিক কাঠামোর বড় সংকট হিসেবে চিহ্নিত করেছেন।
বইটির মূল উদ্দেশ্য হলো মায়ের একাকিত্ব, দায়িত্ব ভাগ না হওয়ার যন্ত্রণা এবং মাতৃত্বকালীন শারীরিক পরিবর্তনের সত্যগুলো সমাজকে জানানো। লেখক বিশ্বাস করেন, মায়ের ভাঙন কোনো রোগ নয়, বরং এটি দায়িত্বের অসম বণ্টনের ফলাফল।
“ভাঙনের ভাষা — ভাঙন থেকে বিকাশ” গ্রন্থটি কেবল সমস্যার কথা বলে শেষ হয়নি, বরং সেই মানসিক ভাঙন বা শূন্যতা থেকে কীভাবে একজন নারী বা মা নিজেকে পুনর্গঠন করতে পারেন এবং ব্যক্তিগত বিকাশ ঘটাতে পারেন, তার দিকনির্দেশনাও রয়েছে এখানে।
সামাজিক দায়বদ্ধতা আর মমতার সংমিশ্রণে লেখা এই বইটি বর্তমান সময়ের প্রতিটি পরিবার এবং বিশেষ করে নতুন মায়েদের জন্য এক বিশেষ পাথেয় হয়ে দাঁড়িয়েছে।
মাকসুদা আখতার প্রিয়তী একাধারে একজন সংবেদনশীল লেখক এবং মা। তিনি ইতোমধ্যে পাঁচটি গ্রন্থ রচনা করেছেন। তাঁর লেখার মূল উপজীব্য বিষয় হলো নারীর অভিজ্ঞতা, মাতৃত্বের মনস্তত্ত্ব, মানসিক স্বাস্থ্য এবং আমাদের প্রচলিত সামাজিক কাঠামো। নিজের জীবনবোধ আর পর্যবেক্ষণকে তিনি অত্যন্ত সাবলীল ভাষায় তুলে ধরেন তাঁর প্রতিটি কাজে।
