শীতে ঘরেই তৈরি করুন লিপবাম, জানুন পদ্ধতি

শীতে ঠোঁট ফাটা খুব স্বাভাবিক বিষয়।  যদিও ঠোঁট ফাটার সমস্যা সারা বছরের। তবু শীতের হাওয়ার তীক্ষ্ণতা বেশি। পুরোদমে ঠান্ডা পডার পূর্বেই ঠোঁটের চামড়া উঠতে শুরু করেছে। লিপবাম, পেট্রোলিয়াম জেলি ব্যবহারে ত্বকে মসৃণতা আসে। কিন্তু তা সাময়িক। গোটা শীতকাল কোমল ঠোঁট চাইলে, ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়ে। ঠোঁটে সাধারণ কোনো বাম না লাগিয়ে তাতে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটি মিশ্রণ লাগানো জরুরি। তাতে দাগ দূর...