সম্পর্কের ঝামেলা দূর করার কিছু চমৎকার উপায়
প্রতিটি সম্পর্কেই ভালোবাসা যেমন থাকে, তেমনি থাকে কিছু মান-অভিমানের পালা। কিন্তু সেই টানাপোড়েন যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন তা সম্পর্কের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। একসময় বিচ্ছেদও ঘটে যেতে পারে। তবে চিন্তার কিছু নেই,সঠিক প্রচেষ্টা আর সামান্য কৌশলেই আপনার সম্পর্কের পুরোনো উষ্ণতা ফিরিয়ে আনা সম্ভব।
সম্প্রতি জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ব্লুগ্যাপ সম্পর্কের এই ঝামেলা দূর করার কিছু চমৎকার উপায় বাতলে দিয়েছে।
এই সহজ টিপসগুলো মেনে চললে আপনি ও আপনার সঙ্গী দুজনেই সম্পর্কের নতুন দিক খুঁজে পাবেন।
টানাপোড়েন দূর করে সম্পর্ককে সতেজ রাখার ৭টি ম্যাজিক টিপস:
১. মজার নামে ডাকুন, হাসুন কিছুক্ষণ
একে অপরকে এমন কোনো মজার নামে ডাকুন, যা শুনে আপনার মুখে হাসি ফুটবে। এই ছোট্ট কাজটি সম্পর্কের মাঝে জমে থাকা কাঠিন্য দূর করে মুহূর্তের জন্য হলেও আপনাদের প্রেমে ফিরিয়ে আনবে। একবার চেষ্টা করে দেখুন!
২. দোষ স্বীকারে মন খুলুন
যে বিষয়গুলো নিয়ে বারবার ঝগড়া হয়, তা এড়িয়ে চলুন। আর যদি ঝগড়া শুরু হয়েই যায়, তবে শুরুতেই নিজের দোষ স্বীকার করে নিন। অবাক হবেন, কারণ আপনার সঙ্গীও তখন আপনাকে বোঝার চেষ্টা করবে। এই আন্তরিকতা সম্পর্কের টানাপোড়েন দূর করে প্রাণ ফিরিয়ে আনতে পারে।
৩. মূল সমস্যা চিহ্নিত করে আলোচনা করুন
আসলে কোন বিষয়টি আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি করছে, তা খুঁজে বের করুন। এরপর দুজনে মিলে শান্তভাবে আলোচনা করুন এবং সমাধানের পথ খুঁজুন। যখন আপনার সঙ্গী দেখবে আপনি বিষয়টি নিয়ে সত্যিই চিন্তিত, তখন সেও সমাধানের জন্য এগিয়ে আসবে।
৪. দূরে কোথাও হারিয়ে যান
সম্পর্কের অবনতি হওয়ার পেছনে দীর্ঘদিনের দূরত্ব বা একঘেয়েমিও একটি কারণ হতে পারে। তাই সুযোগ বুঝে দুজনে মিলে দূরে কোথাও ঘুরতে চলে যান। একসঙ্গে কিছুটা একান্ত সময় কাটালে হয়তো আবার সেই পুরোনো আকর্ষণ অনুভব করবেন।
৫. উষ্ণ অভ্যর্থনা জানান সকালে
সকালে ঘুম থেকে উঠেই সঙ্গীর জন্য এক কাপ গরম চা বা কফি বানিয়ে দিন। ঘুম ভাঙার পর এই চমক আপনার সঙ্গীর মুখে হাসি ফোটাবে। হয়তো তারা প্রকাশ করবে না, কিন্তু মনে মনে ঠিকই খুশি হবে। রাতে বা সন্ধ্যায় চা খেতে খেতে গল্প করার অভ্যাস ফিরিয়ে আনুন। এই সময়টুকু সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।
৬. ভুল স্বীকার করে নিন বিনয়ের সাথে
একবার আপনার সঙ্গীকে বলুন, "তুমি আগেও আমাকে এই কথাটি বলেছো। কিন্তু আমি বিষয়টি সেভাবে পাত্তা দেইনি। আমার ভুল হয়েছে। তুমি আবার বলো, আমি শুনছি।" এই সামান্য কথাটুকু আপনার সঙ্গীর সব রাগ-ক্ষোভ দূর করে দেবে।
৭. ভবিষ্যতের পরিকল্পনায় হাত ধরুন
দুজনের ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে পরিকল্পনা করুন। একে অপরের স্বপ্ন পূরণে সাহায্য করুন। এই লক্ষ্য ও সহযোগিতা আপনাদের মাঝে নতুন করে সক্ষমতা ও আস্থা তৈরি করবে, যা সম্পর্ককে আরও মজবুত করবে।

ফিচার ডেস্ক