নতুন বছরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তায় প্রিয়জনকে কী লিখবেন?
২০২৬ সাল ঘিরে সকলেরই আশা, আকাঙ্খা রয়েছে। নতুন বছরকে বরণ করে শুভ কিছুর কামনায় রয়েছেন সকলেই। শুধু নিজের জন্যই নয়, আশপাশে সকলের জন্যই যেন ২০২৬ সাল খুবই শুভ হয়, তার প্রত্যাশা সকলেরই। 'ভালো' কিছুর আশাকে সঙ্গে নিয়ে নতুন বছরে সকলেই প্রিয়জনেদের শুভেচ্ছা পাঠাতে ব্যস্ত থাকবেন। একনজরে দেখে নেওয়া যাক, নতুন বছর ২০২৬ সালের জন্য রইল ১৫ টি শুভেচ্ছা বার্তা।
বন্ধুবান্ধব ও পরিবারের জন্য
১) পুরানো বছরের সব দুঃখ-গ্লানি মুছে যাক, ২০২৬-এর প্রতিটি দিন তোমার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। শুভ নববর্ষ ২০২৬!
২) নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন। তোমার ২০২৬ কাটুক দারুণভাবে। শুভ নববর্ষ!
৩) ২০২৬ সাল তোমার এবং তোমার পরিবারের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা!
৪) নতুন বছরের আগমনে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। ২০২৬ সাল আপনার জীবনে বয়ে আনুক সাফল্য ও সমৃদ্ধি। শুভ নববর্ষ!
৫) অতীতের অভিজ্ঞতাকে পাথেয় করে নতুন বছরকে বরণ করে নিন। ২০২৬ সাল আপনার কর্মময় জীবনে নতুন দিগন্তের উন্মোচন করুক। শুভ নববর্ষ!
প্রিয়জনের জন্য বার্তা
১) শুভ নববর্ষ ২০২৬! নতুন বছরে তোমার সব ইচ্ছে পূরণ হোক।
২) নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। ২০২৬ কাটুক তোমার স্বপ্নের মতো।
৩) নতুন বছর, নতুন পথ চলা। শুভ নববর্ষ ২০২৬!
৪) ২০২৬ সাল হোক তোমার জীবনের শ্রেষ্ঠ বছর। শুভ নববর্ষ!
৬) হাসি, আনন্দ আর গানে ভরে উঠুক তোমার ২০২৬। অনেক শুভেচ্ছা!
৭) সাফল্যের নতুন শিখরে পৌঁছাও এই ২০২৬ সালে। শুভ নববর্ষ!
৮ ) অতীতের সব ব্যর্থতা ভুলে নতুন বছরকে বরণ করে নাও। ২০২৬ তোমার জীবনে সমৃদ্ধি আনুক।
৯) নতুন সূর্য, নতুন আলো, ২০২৬ কাটুক তোমার অনেক ভালো। শুভ নববর্ষ!
সূত্র: হিন্দুস্তান টাইমস

ফিচার ডেস্ক