ফুল দীর্ঘসময় সতেজ রাখবেন, জেনে নিন ৪ উপায়
বিয়েবাড়ি, গায়ে হলুদে বা যেকোনো অনুষ্ঠানে ঘর সাজাতে গাঁদা, গোলাপ বা ডালিয়া কিংবা চন্দ্রমল্লিকা ফুল ব্যবহার করা হয়। রকমারি ফুলদানিতে সুন্দর করে ফুল সাজিয়ে রাখলে দেখতে ভাল লাগবে। তবে কীভাবে সেই ফুল কয়েক দিন পর্যন্ত টাটকা রাখবেন?১. গাঁদা ফুল যদি ডাঁটিসহ থাকে তাহলে পরিষ্কার পানিতে ডাঁটি চুবিয়ে রাখুন। ২৪ ঘণ্টার বেশি এভাবে গাঁদা ফুল টাটকা রাখা যাবে। ঘর সাজানোর জন্য টাটকা থাকবে ফুল। ২. গোলাপ বা...
সর্বাধিক ক্লিক