ফ্রিজ পরিষ্কার করার ৫ পদ্ধতি

গরমের সময় ঠান্ডা পানি বা সবজি সংরক্ষণে ফ্রিজই একমাত্র ভরসা। কিন্তু প্রতি ১৫ দিন অন্তর ফ্রিজ পরিষ্কার করা প্রয়োজন। তা না হলে ফ্রিজে বরফ জমে যাবে এবং দুর্গন্ধ তৈরি হবে। তাই ফ্রিজ পরিষ্কার রাখা জরুরি, যাতে ফ্রিজ কার্যকর ও স্বাস্থ্যকর থাকে।
– ফ্রিজ পরিষ্কার করার আগে সুইচ অফ করে দিন। এতে দুর্ঘটনা এড়াতে পারবেন। পাশাপাশি ফ্রিজে বরফ জমে গেলে, এই টোটকা কাজে আসবে। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকলে বরফ গলে যাবে।
– ফ্রিজ পরিষ্কারের আগে ট্রেগুলো বের করে নিন। এরপর একটি বালতিতে পানি নিন এবং ডিটারজেন্ট পাউডার গুলে নিন। এর মধ্যে ট্রে ডুবিয়ে রাখুন। ঘণ্টাখানেক পর বাসন মাজার সাবান ও সুতির কাপড় দিয়ে ট্রেগুলো ঘষে মেজে নিন। এতে ট্রে’তে থাকা তেল, ময়লা পরিষ্কার হয়ে যাবে।
– ফ্রিজের দুর্গন্ধ দূর করতে লেবুর রস ও বেকিং সোডার সাহায্য নিন। বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে গোটা ফ্রিজ পরিষ্কার করে নিন। এতে সমস্ত পচা গন্ধ দূর হয়ে যাবে।
– এরপর একটি শুকনো কাপড় দিয়ে গোটা ফ্রিজে ভালো করে মুছে নিন। ট্রেগুলো শুকনো করে মুছে ফ্রিজের ভেতর সেট করে দিন। প্রয়োজনে ফ্রিজের দরজা কিছুক্ষণ খুলে রাখুন। ঘণ্টাখানেক পর আবার সুইচ অন করে ফ্রিজ ব্যবহার করতে পারেন।
– এক মগ পানিতে পাউডার মিশিয়ে নিন। একটি মাইক্রোফাইবার যুক্ত কাপড় নিন। কাপড়টি পাউডার মিশ্রিত পানিতে ডুবিয়ে গোটা ফ্রিজ মুছে নিন। ফ্রিজের বাইরের অংশও এইভাবে পরিষ্কার করতে পারেন।