সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন ১৩০০ মুসল্লি

এ বছর বিশ্বের ১০০ দেশের এক হাজার ৩০০ মুসল্লিকে অতিথি হিসেবে হজ করানোর সিদ্ধান্ত নিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবে তিনি মুসল্লিদের জন্য এই বিশেষ ব্যবস্থা করতে যাচ্ছেন। তারা সৌদি সরকারের অতিথি হিসেবে হজ পালনের সুযোগ পাবেন।এই উদ্যোগ বাস্তবায়ন করছে সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ ড. আবদুলাতিফ আল আশশেখ জানান, এই কর্মসূচি...