বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন এনটিভির কায়সার হামিদ
মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড- ২০২৫’ অর্জন করেছেন। গত রোববার (২ নভেম্বর) রাতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনের মাধ্যমে প্রবাসে সেরা সাংবাদিক ক্যাটাগরিতে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কারটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও অভিনেতা আজিজুল হাকিম।
বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডসের এটি ছিল চতুর্থ আসর। মূলত শিল্প, সংস্কৃতি, ব্যবসায় ও চলচ্চিত্রসহ সৃজনশীল বিভিন্ন অঙ্গনে সেরাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শান্তা জাহান। এই পুরস্কার দেওয়ার মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন ক্ষেত্রে যারা নিঃস্বার্থভাবে সমাজ ও জাতির সেবায় নিয়োজিত, তাদের কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণা দেওয়া।

নিজস্ব প্রতিবেদক