ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড ঢাকায় হওয়ায় আমরা আনন্দিত : নুরুদ্দীন আহমেদ
এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ বলেছেন, এবার বাংলাদেশে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৬-এর সিলভার জুবিলির ২৫তম অনুষ্ঠান হচ্ছে। আমরা ভাগ্যবান যে দীর্ঘ ২৪ বছর পরে এই অনুষ্ঠানটি আমাদের দেশে হচ্ছে। ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড ঢাকায় হওয়ায় আমরা আনন্দিত। যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদের জন্য রইল গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শুরু হওয়া ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৬’ এর সিলভার জুবিলি অনুষ্ঠানে অতিথির বক্তব্যে নুরুদ্দীন আহমেদ এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ আরও বলেন, দীর্ঘ ২৪ বছর এই অনুষ্ঠানটি আমেরিকাতে হয়েছে। আজ আমরা ভাগ্যবান বাংলাদেশে এটির ২৫তম অনুষ্ঠান হচ্ছে। যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদের জন্য রইল গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা। আপনাদের সবাইকে এনটিভি পরিবার ও আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
ঢালিউড অ্যাওয়ার্ডে কথা বলেন শো-টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম। অনুষ্ঠানে উপস্থিত আছেন অভিনেত্রী মনিরা মিঠু, নায়িকা রোজিনা, অভিনেত্রী তাসদিক নমিরা আহমেদ, অভিনেতা মিশা সওদাগর, সংগীত পরিচালক শওকত আলী ইমন, অভিনেত্রী মৌ শিখা, অভিনেতা শাহেদ শরিফ খান, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, অভিনেতা সাঞ্জু জন, কণ্ঠশিল্পী সালমা, জাদুশিল্পী জুয়েল আইচ ও তাঁর সহধর্মিণী বিপাশা আইচ, কণ্ঠশিল্পী নিশি শ্রাবণী, অভিনয়শিল্পী ইয়াশ রোহান, কণ্ঠশিল্পী শাহরিন সুলতানা মীম, অভিনেতা শফিউল আলম বাবু ও তার কন্যা নবাগত নায়িকা মেলিতা মেহজাবিন অর্পা প্রমুখ।
২০০২ সাল থেকে যুক্তরাষ্ট্রে নিয়মিত আয়োজিত হয়ে আসা এই অ্যাওয়ার্ড প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশের সংস্কৃতি ও বিনোদনের এক পরিচিত নাম। দীর্ঘ বিদেশে অনুষ্ঠানটির আয়োজন করা হলেও এবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
আলো ও সংগীতের আবহে একত্রিত হয়েছেন বিভিন্ন সময়ের পরিচিত মুখ, অভিজ্ঞ শিল্পী এবং নতুন প্রজন্মের প্রতিনিধি। ২০২৫ সালে সিনেমা, সংগীত ও সংস্কৃতি অঙ্গনে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে ত্রিশের বেশি শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়।
বিশেষ এই সিলভার জুবিলিতে থাকছে পুরস্কার প্রদান, স্মরণীয় পরিবেশনা, পুরোনো মুহূর্তের পুনঃউদযাপন ও ঢালিউডের গুরুত্বপূর্ণ পথচলার সংক্ষিপ্ত প্রতিবেদন। আয়োজকদের ভাষ্য, এটি শুধু পুরস্কার বিতরণের অনুষ্ঠান নয়; শিল্পীদের সম্মান জানানোর পাশাপাশি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি উদ্যোগ।
এই বিশেষ রাতে মুহূর্তটি সরাসরি দেখাচ্ছে এনটিভি। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে এনটিভির পর্দায়, এনটিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দেশ ও বিদেশের দর্শকরা একসঙ্গে উপভোগ করছেন আলো–ছায়া ও স্মৃতির সন্ধ্যা।
এই সিলভার জুবিলি আসরের টাইটেল স্পন্সর গোল্ডেন এইজ এবং পাওয়ার্ড বাই উৎসব গ্রুপ। আয়োজনটি ধারাবাহিকভাবে পরিচালনা করছে শো টাইম মিউজিক এন্ড প্লে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সিনেমা ও সংগীতকে তুলে ধরছেন।

নিজস্ব প্রতিবেদক