আনন্দের কথায় ‘ঈদ আনন্দ’

ঈদ উপলক্ষে প্রকাশ হলো তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ।’ শাহরিয়ার রাফাতের সুর ও সংগীতে কন্ঠ দিয়েছেন শিল্পী বিশ্বাস, রাইসা খান, সবুজ আহমেদ ও রাফাত। সম্প্রতি পুবাইলের একটি শুটিং হাউসে গানটির দৃশ্যধারণ করা হয়। মডেল হয়েছেন প্রণমী ও জেরি আহমেদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খান মাহী।গান প্রসঙ্গে শিল্লীরা বলেন, জমজমাট ঈদের গান। গানটি যারাই শুনবেন ঈদের আনন্দে ভেসে যাবেন। আমরা সবাই চেষ্টা করেছি ভালো...