মার্কিন নাগরিককে বিয়ে করেছেন জেমস, হয়েছেন পুত্র সন্তানের বাবা

দীর্ঘ এক দশক পর ২০২৩ সালের জুনে আবার সংসার জীবনে ফিরেছিলেন বাংলা সংগীতের ইতিহাসে কিংবদন্তি পপ তারকা মাহফুজ আনাম জেমস।  ২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদের পর ২০২৪ সালে বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে। বিয়ের পর নামিয়ার নামের সঙ্গে ‘আনাম’ যোগ করেন জেমস।এই সংসারে চলতি বছরের জুনে নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁদের কোলজুড়ে আসে পুত্রসন্তান জিবরান...