কনার বিচ্ছেদ : ন্যান্সির ব্যঙ্গ, আর প্রভার নিরব মানবিকতা

হঠাৎ করেই ভক্তদের হৃদয়ে দুঃসংবাদ হয়ে হাজির হলেন দেশের জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা। ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টেনে নিজের বিচ্ছেদের কথা জানালেন ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগভরা বার্তায়। লিখলেন, আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায় ঘটে।এই বাক্যেই যেন ধরা ছিল তার যন্ত্রণা, আত্মসমর্পণ আর অপার এক শূন্যতা।কনার এই স্ট্যাটাসের ঠিক এক ঘণ্টা পর, রাত ১২টার দিকে সামাজিক...