‘সবার আগে বাংলাদেশ’ লিখে কী বার্তা দিলেন আসিফ
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, একাধিক হত্যাকাণ্ড ও বিদেশি ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
আজ (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বাংলাদেশকে ঘিরে গভীর উদ্বেগ ও দেশপ্রেমের কথা তুলে ধরে আসিফ আকবর লিখেছেন, ‘মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদী- তাদেরকে বিদেশী কেউ হত্যা করেনি, হত্যা করেছে নিজ দেশের লোক। দেশের ভিতরেই ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্টরা।’
তিনি আরও বললেন, ‘নেপথ্যের কুশীলবরা সবসময় থেকে যায় পর্দার অন্তরালে। সুতরাং দেশে মোতায়েনকৃত বিদেশি দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবসময় একই রকম নৃশংসই থাকবে।
আরও পড়ুন : হাদি হত্যার বিচার হবে কি? ফেসবুক পোস্টে স্ত্রীর প্রশ্ন
আসিফের ভাষ্য অনুযায়ী, ‘এরা সংখ্যায় কম, এদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী, কূটকৌশলে সিদ্ধহস্ত। এরা যে কোনো সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে, বাংলার শেষ নবাব সিরাজ উদ দৌলা ইতিহাসের উৎকৃষ্টতম উদাহরণ।’
স্ট্যাটাসের শেষাংশে আসিফ আকবর লিখেছেন, ‘সবার আগে বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ভালোবাসা অবিরাম।’

বিনোদন ডেস্ক