চঞ্চল চৌধুরীর ‘কারাগার’ : পরিচালক বলছেন, উচ্চাভিলাষী কাজ
আকাশনগর সেন্ট্রাল জেলে ৩২৫ জন কয়েদি। এক দিন হেড কাউন্টের সময় দেখা গেল গোনার বাইরে একজন অতিরিক্ত কয়েদি। কয়েদি কম হলে চিন্তার বিষয়, বেশি হলে আরও চিন্তার বিষয়। কে এই কয়েদি? আর যে সেল কি না গত ৫০ বছর ধরে বন্ধ, সেই ১৪৫ নম্বর সেলে সে কীভাবে এলো?এই রহস্য খোলাসা হবে হইচইয়ের ‘কারাগার’ ওয়েব সিরিজে। এর কেন্দ্রীয় চরিত্রে কাজ করছেন খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। ইতোমধ্যে এই সিরিজে চঞ্চলের চরিত্রের লুক...
সর্বাধিক ক্লিক