ভালোবাসায় মোড়ান গল্পে ‘ঘুমপরী’ আসছে

ভালোবাসায় মোড়ান এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র ট্রেলার উন্মোচন করা হয়। তিশা বলেন, ‘যখন প্রথম শুনেছিলাম আমার বিপরীতে প্রীতম হাসানকে নেওয়া হয়েছে, আমি শুনেই খুব খুশি হয়েছিলাম। শুধু গানের নয়, আমি ওর অভিনয়েরও ফ্যান ছিলাম। আমরা যারা অভিনয় করি, তাদের সবাই কিন্তু ন্যাচরাল অভিনয় করতে পারেন না, প্রীতম খুব ন্যাচরাল...