নতুন ওয়েব ফিল্মে অপু বিশ্বাস, শুটিং নেপালে
বিরতি কাটিয়ে গত বছরের শেষ দিকে আবারও কাজের ব্যস্ততায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এবার তিনি যুক্ত হলেন ওয়েব কনটেন্টে। সম্প্রতি এই অভিনেত্রী নাম লেখালেন কামরুজ্জামান রোমানের ‘শিকার’ নামের ওয়েব ফিল্মে। এর আগেও ‘ছায়াবাজি’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন অপু, সৈয়দ শাকিল পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে।
‘শিকার’ ওয়েব ফিল্মটি পরিচালনা করবেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গণমাধ্যমকে পরিচালক জানিয়েছেন, এটি থ্রিলার ঘরানার একটি ওয়েব ফিল্ম। এর মাধ্যমে অপু প্রথমবার ওয়েবে কাজ করতে যাচ্ছেন। ইতোমধ্যে তাঁর সঙ্গে চুক্তি স্বাক্ষরও সম্পন্ন হয়েছে।
জানা গেছে, এই ওয়েব ফিল্মে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে অভিনেতা পলাশকে। সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে নেপালে শুরু হবে শুটিং।
পরিচালক জানান, পুরো টিম নিয়ে ৮ মার্চ নেপালের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শিকার ওয়েব ফিল্মের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে অপু ও পলাশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুনসহ আরও বেশ কয়েকজন অভিনেতা।
ইতোমধ্যেই অপু বিশ্বাস ‘সিক্রেট’ ও ‘দুর্বার’—এই দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং শুটিংও শুরু করেছেন। তবে এই দুই কাজ শেষ হওয়ার আগেই আরও একটি নতুন প্রজেক্টে নাম লিখিয়েছেন অপু বিশ্বাস।

বিনোদন ডেস্ক