জেমস, শাকিব থেকে শুভ, খালেদা জিয়ার বিদায়ে শোকাহত শোবিজ

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই খবরে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। রাজনীতির পাশাপাশি ঢাকাই বিনোদন অঙ্গনের অভিনয়শিল্পী ও নির্মাতারাও সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় স্মরণ করেছেন তাকে। বেগম খালেদা জিয়ার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন...