টিআইসিতে শুক্রবার ‘কোথায় জলে মরাল চলে’ নাটকের প্রদর্শনী
চট্টগ্রামের টিআইসি (থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম) মিলনায়তনে ঢাকার নাট্যম রেপার্টরীর নতুন নাটক ‘কোথায় জলে মরাল চলে’পরিবেশিত হবে। আগামী শুক্রবার (৫ মে) সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী শুরু হবে।মোহন রাকেশ রচিত এবং অংশুমান ভৌমিক অনুদিত ‘কোথায় জলে মরাল চলে’নাটকটির নির্দেশনা দিয়েছেন ড. আইরিন পারভীন লোপা। নাটকের টিকেট পাওয়া যাবে টিআইসি হল কাউন্টারে। গৌতম বুদ্ধের জ্ঞাতি ভাই রাজকুমার নন্দ কীভাবে সুন্দরীর...
সর্বাধিক ক্লিক