খুশকি তাড়ানোর ঘরোয়া টোটকা

সারাক্ষণ শুধু মাথা চুলকাচ্ছে। আর মাথার সাদা গুঁড়ো খসে পড়ছে। নখ দিয়ে খুঁটলে পাতলা চামড়া উঠে আসছে। খুশকিনাশক শ্যাম্পু মেখেও কোনো লাভ হচ্ছে না। আবহাওয়ার জন্য মাথার ত্বকেও আর্দ্রতার অভাব হয়। এ ছাড়া চুলে অতিরিক্ত তাপ লাগলে, রাসায়নিক-নির্ভর চুলের কোনো ট্রিটমেন্ট করালেও খুশকি হতে পারে।এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে শুধু তেল-শ্যাম্পু-সিরাম মেখে লাভ হবে না। মাথার ত্বকের পরিচ্ছন্নতা এবং পিএইচের সমতা...