রাতে গাড়ি চালানোর সময় যে ৫ বিষয় মাথায় রাখবেন?

অনেকে গাড়ি চালাতে ভালোবাসেন। অফিস কিংবা বিশ্ববিদ্যালয় ছুটি পেলেই বেরিয়ে পড়েন প্রিয় কোনো জায়গায়। দিনের বেলা পরিচিত রাস্তা হলে এক রকম, কিন্তু রাতে গাড়ি চালাতে অনেকে ভয় পান। বিশেষ করে উল্টো দিক থেকে আসা উঁচু যানগুলো থেকে বিচ্ছুরিত আলোকরশ্মিকে। সেই আলো এমনভাবে চোখে এসে প্রতিফলিত হয় যে, একেবারে বিভ্রান্ত লেগে যাওয়ার উপায়। হাতে গাড়ির স্টিয়ারিং নিয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলবেন, তা-ও সম্ভব নয়।রাস্তার...