শীতে রোগ বাড়ছে? যেভাবে সতর্ক থাকবেন

অধিকাংশ লোক শীতে সর্দি-কাশির সমস্যায় ভোগেন। জ্বর, শুকনো কাশি তো রয়েছেই, সেই সঙ্গে অ্যালার্জির সমস্যাও বাড়ে অনেকের। ঘুম থেকে উঠেই হাঁচি, নাক দিয়ে অনবরত পানি পড়া, হাঁটাচলার সময়ে শ্বাস নিতে কষ্ট, রাতে শুয়ে বুকে চাপ অনুভব করা বা দমবন্ধ হয়ে আসার মতো লক্ষণ বর্তমানে অনেকেরই দেখা যাচ্ছে। কেবল হাঁচি বা শুকনো কাশি নয়, শ্বাসের সমস্যা ভোগাচ্ছে ছোট বাচ্চাদেরও। এখানেই শেষ নয়। শীতকালে মস্তিষ্কে এবং হার্টে...