গাড়িতে উঠলে বমি-মাথা ঘোরানোর সমস্যা? সমাধান যেভাবে...

অনেকেই বাস কিংবা গাড়িতে উঠলে শরীরে অস্বস্তি ও বমি বমি ভাব দেখা দেয়। এ ক্ষেত্রে কেউ আবার বমি করেও ফেলেন। কারও আবার সমতলে তেমন সমস্যা না হলেও, পাহাড়ের চড়াই-উতরাই পথে গাড়ি চললেই শরীর খারাপ লাগতে শুরু করে। বমি পায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একেই বলা হয় ‘মোশন সিকনেস।’কেন হয় এই সমস্যা? এ বিষয়ে ভারতীয় চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলছেন, চোখ, কান ও মস্তিষ্কের সমন্বয় চলাফেরার ও কাজকর্মের জন্য জরুরি।...