এক মাস মেথি ভেজানো পানি পান করলে শরীরে কী পরিবর্তন ঘটে?
রান্নাঘরের এক কোণে রাখা ছোট্ট মেথির বয়ামটি শুধু খাবারের স্বাদই বদলায় না—বদলে দিতে পারে মানব শরীরের ভেতরের জগতও। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলছেন, সারা রাত ভেজানো মেথির পানি প্রতিদিন মাত্র এক মাস পান করলেই শরীরে বেশকিছু ভালো পরিবর্তন আসে।
বিশেষজ্ঞরা জানান , মেথি ভেজানো পানি চমৎকার অ্যান্টাসিড। নিয়মিত পান করলে গ্যাস্ট্রাইটিস বা পেট ফোলার সমস্যা কমে। টানা এক মাস পান করলে পায়খানা নিয়মিত হয় এবং রাতের খাবারের পর অম্লতা কম অনুভূত হয়।
হজমের উন্নতি
রাতভর ভিজানো মেথি বীজের জেলজাতীয় পদার্থ পেটের আস্তরণ ঢেকে দেয়, ফলে অম্লতা, গ্যাস্ট্রিকের জ্বালা আর রিফ্লাক্স কম হয়। নিয়মিত ব্যবহারে সকালে ঘুম থেকে ওঠার পর জ্বালা কমে আসে। টানা এক মাস পান করলে পায়খানা নিয়মিত হয়, রাতের খাবারের পর অস্বস্তি বা অম্লতাও তুলনামূলক কম অনুভূত হয়।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে
ভিজানো মেথি বীজের পানির সবচেয়ে বড় উপকারগুলোর একটি হলো রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করা। মেথি বীজের ফাইবার কার্বোহাইড্রেট শোষণ করে ধীরে ধীরে, যা ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়। এটি নিয়মিত পান করলে সকালের ক্ষুধা নিয়ন্ত্রিত থাকে, সারাদিনের শক্তিও স্থিতিশীল থাকে।
শরীর হালকা লাগে ও ফোলাভাব কমায়
মেথি বীজে থাকা ম্যাগনেসিয়াম শরীরকে শিথিল করে এবং পানি ধরে রাখার প্রবণতা কমায়। কয়েক সপ্তাহ পান করলে কমে পেটফাঁপা বা ফোলাভাব; দিন দিন শরীর হালকা মনে হয়।
বিপাকক্রিয়া সক্রিয় রাখে
যখন হজম ভালো থাকে এবং রক্তে শর্করা স্থিতিশীল থাকে, তখন বিপাকক্রিয়াও গতি পায়। এ কারণে অনেকেই বলে থাকেন মেথি বীজের পানি খাওয়া শুরু করলে সকালে কম অলস লাগে, দিনের শক্তিও বাড়ে। ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে বলে রাতের অপ্রয়োজনীয় খাওয়ার অভ্যাসও কমে।
ত্বক উজ্জ্বল রাখে
মেথি বীজের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের প্রদাহ কমাতে সহায়তা করে। নিয়মিত পান করলে ব্রণ কমে, ত্বক হয় আরও সমতল, উজ্জ্বল ও স্বাস্থ্যকর।
মেথি পানি বানানোর সহজ পদ্ধতি
*এক চা চামচ মেথি বীজ নিন।
* একবার ধুয়ে আধা কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন।
* সকালে বা রাতে পানি পান করুন। চাইলে ভেজানো বীজও খেতে পারেন।
* তবে ১২ ঘণ্টার বেশি এই বীজ ভিজিয়ে রাখা বা পানি গরম করা ঠিক নয়। কারণ তাপ ফাইবারের গুণ কমিয়ে দেয়।
সতর্কতা
মেথি বীজ গরম প্রকৃতির—তাই দৈনিক এক চা চামচই যথেষ্ট। আর যাদের অন্ত্রের আলসার আছে, তারা এই পানি না খাওয়াই ভালো বলে পরামর্শ বিশেষজ্ঞদের।
সূত্র: এনডিটিভি

ফিচার ডেস্ক