আমির জানালেন ৬ সিনেমা নিয়ে কাজ করছেন তিনি

অভিনয়দক্ষতা আর কঠোর পরিশ্রমে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা জুটেছে সুপারস্টার আমির খানের নামের সঙ্গে। বলিউডে প্রথম ১০০ কোটি আয় করা সিনেমার মালিক এই ‘গজিনি’ তারকা। আমির খানের ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ দেখে যেমন মানুষ হেসেছে; তেমনি রোমাঞ্চিত হয়েছে ‘ধুম থ্রি’, ‘দঙ্গল’ দেখে।অভিনয়ে যেন জীবন দান করেন আমির খান। দর্শকহৃদয় টের পায় বাস্তবতার অনুভব। রিলকে রিয়েল করে তুলতে পারার দক্ষতাই তাঁকে এই উচ্চাসন দিয়েছে। যে...