ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান
ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা যাবে তাঁকে।সত্য ঘটনার ছায়া অবলম্বনে আমলনামা বানিয়েছেন রায়হান রাফী। কক্সবাজারের এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘিরে এই ফিল্মের গল্প। রাফী বলেন, ‘আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। এই সিনেমায় যে গল্পটা দেখানো হয়েছে, তা...
সর্বাধিক ক্লিক