নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি, সেই ‘অমীমাংসিত’ আসছে কাল

রায়হান রাফীর ওয়েব প্রযোজনা ‘অমীমাংসিত’। শুটিংসহ সব কাজ শেষ হওয়ার পরও দীর্ঘদিন নানা জটিলতায় আটকে ছিল এই কনটেন্ট। অবশেষে খুলতে যাচ্ছে সেই জট। বহু অপেক্ষা ও অনিশ্চয়তার পর আগামীকাল, ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অমীমাংসিত’।এর আগে একটি পোস্টার প্রকাশ করে সংশ্লিষ্ট অভিনয়শিল্পীরা জানান, ‘চেহারার আড়ালে লুকানো রহস্য এখনো প্রকাশের অপেক্ষায়।’ একই সঙ্গে ঘোষণা আসে, আইস্ক্রিন অরিজিনাল ‘অমীমাংসিত’ আসছে ১৫...