ইয়াশ-তটিনীর ‘তোমার জন্য মন’
মফস্বলের দুই তরুণ-তরুণীর প্রেম, সম্পর্ক ও টানাপড়েনের গল্প নিয়ে ওটিটিতে আসছে ওয়েব কন্টেন্ট ‘তোমার জন্য মন’। শিহাব শাহীনের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।
বৃহস্পতিবার থেকে চরকিতে দেখা যাবে এই কাজটি। প্রকাশিত ট্রেইলারে দেখা যায়, বেড়াতে গিয়ে পিউর সঙ্গে পরিচয় হয় রওনকের। ধীরে ধীরে জন্ম নেয় প্রেম। কিন্তু পরিবারকে জানাতে গেলে সামনে আসে রওনকের আসল পরিচয়, শুরু হয় সম্পর্কের দ্বন্দ্ব।
পরিচালক শিহাব শাহীন জানান, এটি একটি ফিল-গুড রোমান্টিক গল্প। তিনি বলেন, ‘বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়’ কিংবা ‘জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো’—এই দর্শনের ভিত্তিতেই গল্পটি নির্মাণ করা হয়েছে। তাঁর মতে, মানুষের পরিচয়ের চেয়ে কাজই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ—এই ভাবনা থেকেই গল্পের জন্ম।
তিনি আরও জানান, গল্পের পরিণতি দর্শক সহজে অনুমান করতে পারবে না, শেষটা হবে অপ্রত্যাশিত।
পিউ চরিত্রে অভিনয় করা তানজিম সাইয়ারা তটিনী বলেন, গল্পের বাঁক তাকে সবচেয়ে বেশি টেনেছে—একজন আবেগপ্রবণ, সিদ্ধান্তহীন মেয়ের আত্মোপলব্ধির যাত্রাই এখানে ফুটে উঠেছে।
রওনক চরিত্রে ইয়াশ রোহান জানান, তিনি এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করেছেন, যে নিজের নাম নয়, নিজের কর্ম দিয়ে পরিচিত হতে চায়।
এই প্রজেক্টে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান এবং অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলু। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন। শুটিং হয়েছে যশোর এবং কক্সবাজারে।

বিনোদন ডেস্ক