ঈদে আসছে ইয়াশ-পারসার ১ ঘণ্টার সিনেমা ‘একসাথে আলাদা’
নতুন বছরে দর্শকদের জন্য এক ঘণ্টার নতুন কনটেন্ট ফরম্যাট চালু করতে যাচ্ছে হইচই। এই উদ্যোগের শুরু হচ্ছে ঈদুল ফিতরে ইয়াশ রোহান ও পারসা ইভানার প্রথম কাজ ‘একসাথে আলাদা’ মুক্তির মাধ্যমে।
আধুনিক নগর জীবনের প্রেম, মান-অভিমান এবং সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে রোমান্টিক কমেডি ধারার এই কাজটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। গল্পে উঠে এসেছে ব্যক্তিগত স্পেস, ক্যারিয়ার ও সম্পর্কের সমীকরণ বদলে যাওয়ার বাস্তবতা।
হইচই পর্দায় প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে ইয়াশ রোহান ও পারসা ইভানাকে। তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেকে।
পরিচালক রেজাউর রহমান বলেন, ‘আমরা এমন একটি সময়ের গল্প বলতে চেয়েছি, যেখানে ভালোবাসা থাকলেও ব্যক্তিগত চাপ ও দায়িত্বের কারণে সম্পর্কের গতিপথ বদলে যাচ্ছে।’
ইয়াশ রোহান জানান, ‘স্ক্রিপ্ট পড়ার সময়ই মনে হয়েছে এটি আমাদের চারপাশের পরিচিত মানুষের গল্প। পোস্টার প্রকাশের পর দর্শকদের আগ্রহ আমাদের দায়িত্ব আরও বাড়িয়েছে।’
পারসা ইভানা বলেন, ‘এই চরিত্রটি আমার আগের কাজের তুলনায় ভিন্ন। রোমান্টিক কমেডির ভেতরেই সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি।’

বিনোদন ডেস্ক