‘ক্যাকটাস’ নিয়ে আসছেন প্রীতম-মেহজাবীন
কিছুদিন পরপর তার সুরে মাতোয়ারা হয়ে ওঠে দেশ। গান গাওয়া ও সুর করার পাশাপাশি অভিনয়েও নিয়মিত আলোচনায় থাকেন প্রীতম হাসান। সংগীতশিল্পী হিসেবে যেমন জনপ্রিয়, অভিনয়েও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে তিনি। সেই প্রীতম হাসানের জন্মদিনে এলো নতুন অভিনয়সংবাদ।
আজ (২৭ জানুয়ারি) প্রীতম হাসানের জন্মদিন। এই বিশেষ দিনে ভক্তদের জন্য নতুন উপহার নিয়ে এসেছে চরকি। প্রথমবারের মতো প্রীতম হাসানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন সময়ের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তারা একসঙ্গে অভিনয় করবেন চরকির নতুন সিরিজ ‘ক্যাকটাস’-এ। সিরিজটি নির্মাণ করছেন শিহাব শাহীন।
‘ক্যাকটাস’ সিরিজে নিজের চরিত্র নিয়ে প্রীতম হাসান বলেন, ‘আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ণ, ক্ষিপ্র এবং একইসঙ্গে পথভ্রষ্ট।’ চরিত্রটির ভেতরের দ্বন্দ্ব ও জটিলতাই তাকে অভিনয়ের জন্য আকর্ষণ করেছে বলে জানান তিনি।
অন্যদিকে মেহজাবীন চৌধুরী জানান, বর্তমানে তিনি খুব বেছে বেছে কাজে যুক্ত হচ্ছেন। গল্প ও চরিত্রে যথেষ্ট চ্যালেঞ্জ না থাকলে নতুন কোনো প্রজেক্টে যুক্ত হন না তিনি। মেহজাবীনের ভাষ্য, ‘এই চরিত্রে এমন কিছু আছে, যা আমাকে আগ্রহী করেছে। মনে হয়েছে, এটি ছেড়ে দেওয়া ঠিক হবে না। ভবিষ্যতে এমন চরিত্র নাও আসতে পারে।’
নির্মাতা শিহাব শাহীন এর আগে ‘মরীচিকা’, ‘সিন্ডিকেট’ ও ‘অ্যালেন স্বপন’-এর মতো সিরিজ নির্মাণ করে দর্শকদের দৃষ্টি কেড়েছেন। ‘ক্যাকটাস’ নিয়েও বড় পরিসরের গল্প বলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। শিহাব শাহীন বলেন, ইন্ডাস্ট্রির সীমাবদ্ধতা মাথায় রেখেই যতটা সম্ভব বিস্তৃতভাবে গল্পটি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

বিনোদন ডেস্ক