লোকগানে একসঙ্গে লুৎফর–সোলায়মান–রাকিব–শিফা
সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে পরিচিতি পাওয়া শেখ সোলায়মান ও রাকিবের সঙ্গে নতুন গানে যুক্ত হয়েছেন দোতারাশিল্পী ফাহিমা আহমেদ শিফা। তাদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান। এক অঞ্চলের এই চার শিল্পী একসঙ্গে কাজ করেছেন ‘ভালোবাসার সীমা নাই’ শিরোনামের গানে।
তরিকের সংগীতায়োজনে গানটির গানচিত্র নির্মাণ ইতোমধ্যে শেষ হয়েছে। ‘তুমি আমায় চিনো নাই গো, আমি তোমায় চিনি নাই, তোমার আমার মইধ্যে তবু ভালোবাসার সীমা নাই’—এই কথায় গানটির কথা ও সুর করেছেন লুৎফর হাসান। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শেখ সোলায়মান ও রাকিব। দোতারায় ছিলেন শিফা। ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।
গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানচিত্রের দৃশ্যায়ন হয়েছে টাঙ্গাইলের যমুনার চর ও হেমনগর জমিদার বাড়িতে। লুৎফর হাসান, শেখ সোলায়মান ও রাকিব—তিনজনই একই অঞ্চলের হওয়ায় চিত্রায়ণে সেই এলাকার বিভিন্ন লোকেশন ব্যবহার করা হয়েছে।
লুৎফর হাসান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সোলায়মান ও রাকিবের জনপ্রিয়তা রয়েছে। এক অঞ্চলের শিল্পীদের এক গানে যুক্ত করার পরিকল্পনা আগে থেকেই ছিল। দোতারায় শিফার অংশগ্রহণ গান ও ভিডিওতে নতুন মাত্রা যোগ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
শেখ সোলায়মান ও রাকিব বলেন, লুৎফর হাসান তাদের এলাকার বড়ভাই। তার লেখা ও সুরে একসঙ্গে কাজ করার ইচ্ছা ছিল অনেকদিনের। ধ্রুব গুহর উদ্যোগে সেটি বাস্তবায়ন হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, খুব শিগগিরই গানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি একাধিক প্ল্যাটফর্মে গানের অডিও শোনা যাবে।

বিনোদন ডেস্ক