‘ট্রাইব্যুনাল’ সিনেমায় যুক্ত হলেন তারিক আনাম খান
প্রায় চৌদ্দ বছর আগে, ২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা দেশজুড়ে আলোড়ন তোলে। সেই বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’। সিনেমাটির নির্মাতা সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা রায়হান খান।
রায়হান খান দীর্ঘদিন ধরেই নাটক নির্মাণ ও চিত্রনাট্য লেখার সঙ্গে যুক্ত। তার চিত্রনাট্যে ২০২১ সালে মুক্তি পায় ‘মৃধা বনাম মৃধা’। পরে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিরিজ ‘দৌড়’ দর্শকের দৃষ্টি কাড়ে।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘ট্রাইব্যুনাল’ নির্মিত হচ্ছে কোর্টরুম ড্রামা ঘরানায়। নারী নির্যাতন, দীর্ঘ বিচারপ্রক্রিয়া এবং ন্যায়বিচারের জন্য নীরব লড়াই—এই বিষয়গুলোকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প।
সিনেমাটির প্রধান চার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার জাহান। তাদের নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ সংযোজন হিসেবে এতে যুক্ত হয়েছেন অভিনেতা তারিক আনাম খান। সিনেমাটিতে তার চরিত্রের নাম গিয়াস। ইতোমধ্যে তিনি শুটিংয়েও অংশ নিয়েছেন। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে চলছে সিনেমাটির শেষ অংশের শুটিং।
সিনেমাটি নিয়ে তারিক আনাম খান বলেন, ‘চট্টগ্রামে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় এই সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি এমন একটি হত্যাকাণ্ড ও বিচারপ্রক্রিয়ার গল্প, যা একসময় আলোচনায় এলেও পরে বহু অজানা ঘটনার ভিড়ে হারিয়ে যেতে বসেছিল। সিনেমাটি মূলত সেই সব নারীর গল্প তুলে ধরে, যাদের কথা খুব কমই সামনে আসে।’
নির্মাতা রায়হান খান জানিয়েছেন, এরই মধ্যে সিনেমাটির প্রায় ৯০ শতাংশ শুটিং শেষ হয়েছে। খুব শিগগিরই শেষ অংশের শুটিং সম্পন্ন করা হবে। নাইন্টিজ প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, মিলন ভট্টাচার্য, শাহেদ আলী, অশোক ব্যাপারী, সাবেরী আলম, উপমাসহ অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে।

বিনোদন ডেস্ক