যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’, মুক্তি পেল ট্রেইলার
রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রেইলারটি প্রকাশ করা হয়।
নির্মাতা জানান, সিনেমাটি মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই ট্রেইলার প্রকাশ করা হয়েছে। রাশিদ পলাশের ভাষ্য, খুব শিগগিরই ‘রঙবাজার’ মুক্তি দেওয়া হবে।
একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘রঙবাজার’-এর গল্প। দৌলতদিয়া যৌনপল্লিতে সিনেমার বেশির ভাগ দৃশ্য ধারণ করা হয়েছে।
সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিনকে। মাদক কারবারির চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। রাজনৈতিক নেতার চরিত্রে লুৎফর রহমান জর্জ এবং বড়দা মিঠু অভিনয় করেছেন।
তামজিদ অতুলের গল্প–ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। ‘রঙবাজার’ প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।

বিনোদন ডেস্ক