৪৩ বছর বয়সী ‘পাতাললোক’ অভিনেতার মৃত্যু
‘ইন্ডিয়ান আইডল’ এর তৃতীয় আসরের বিজয়ী ভারতীয় অভিনেতা ও সংগীতশিল্পী প্রশান্ত তামাং আর নেই। আজ রোববার নয়াদিল্লির নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৪৩ বছর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণই তাঁর মৃত্যুর কারণ।
২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’–এর তৃতীয় সিজনের শিরোপা জিতে পরিচিতি পান প্রশান্ত তামাং। এরপর তাঁর গানের অ্যালবাম ‘ধন্যবাদ’ প্রকাশিত হলে সংগীতাঙ্গনে তাঁর অবস্থান আরও দৃঢ় হয়।
২০১০ সালে নেপালি সিনেমা ‘গোর্খা পল্টান’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। পরে ‘আংগালো মায়া কো’, ‘কিনা মায়া মা’, ‘নিশানি’ ও ‘পরদেশি’সহ একাধিক নেপালি সিনেমায় অভিনয় করেন।
টেলিভিশনেও কাজ করেছেন প্রশান্ত তামাং। ‘অ্যাম্বার ধারা’ ধারাবাহিকে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হওয়ার পাশাপাশি ওয়েব সিরিজ ‘পাতাললোক’–এর দ্বিতীয় মৌসুমে ড্যানিয়েল লেচো চরিত্রে অভিনয় করেন তিনি।

বিনোদন ডেস্ক