‘সকাল-দুপুর’ নিয়ে হাজির সাবরিনা সাবা
বছরের শুরুতেই নতুন গান দিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হলেন সংগীতশিল্পী সাবরিনা সাবা। নতুন বছরের প্রথম প্রকাশিত এই গানের শিরোনাম ‘সকাল-দুপুর’। গানটির কথা ও সুর করেছেন তারেক হামিম। সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন অনিক সাহান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আলামিন হোসেন। ভিডিওতে সাবরিনা সাবার সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন আরিফ অপু।
সাবরিনা সাবার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে আলোচনা শুরু হয়। গানের কথা, সুর ও ভিডিওর সামগ্রিক উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
নতুন গান নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সাবরিনা সাবা বলেন, ‘গানটিতে যখন কণ্ঠ দিই, তখনই এটি আমাকে একটু আলাদা অনুভূতি দেয়। আমি শুরু থেকেই এমন গান করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, যেখানে কথা ও সুরে ভিন্নতা থাকে। “সকাল-দুপুর” গানের ভাবনা এবং সুরের মধ্যে সেই জায়গাটা আছে বলে মনে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। অনেকেই গানটি নিয়ে নিজেদের অনুভূতির কথা জানাচ্ছেন। আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে গানটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।’
নতুন বছরের শুরুতে ‘সকাল-দুপুর’ গানটি দিয়ে সংগীতযাত্রা শুরু করায় সামনে আরও নতুন কাজ নিয়ে আসার ইঙ্গিতও দিয়েছেন এই শিল্পী।

বিনোদন ডেস্ক