এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম
দীর্ঘ ১২ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন দেশের জনপ্রিয় গায়ক বালাম। সম্প্রতি গণমাধ্যমে বালাম জানান, তার পঞ্চম একক অ্যালবামের নাম ‘মাওলা’। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই অ্যালবামটি প্রকাশ পাবে।
বালাম জানিয়েছেন, অ্যালবামটিতে ছয়টি গান রয়ছে। এরইমধ্যে অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজন শেষ হয়েছে। অ্যালবামটি করার সময় জেন-জি’দের কথাও ভাবা হয়েছে; যাতে নতুন প্রজন্মের শ্রোতারাও সংযোগ ঘটাতে পারেন তার সঙ্গে।
নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, ‘একক গান দিয়ে ভক্তদের সব ধরনের চাহিদা পূরণ করা কঠিন। একটি অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান রাখার সুযোগ থাকে, যা একজন শিল্পীর জন্যও ভিন্ন অভিজ্ঞতা।’
করোনাকালীন সময়ের উপলব্ধি থেকে তৈরি অ্যালবামটিতে বর্তমান সময়ের অস্থিরতায় শ্রোতাদের মনে প্রশান্তি জোগাবে বলে মনে করেন বালাম। সবগুলো গানের সুর ও সংগীতায়োজন নিজে করলেও এখনই গীতিকারদের নাম প্রকাশ করতে চাননি তিনি।
সবশেষ ২০১৩ সালে বালামের একক অ্যালবাম ‘ভুবন’ প্রকাশ হয়। এর আগে ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে তার তিনটি অ্যালবাম ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। দীর্ঘদিনের ক্যারিয়ারে ‘এক মুঠো রোদ্দুর’, ‘লুকোচুরি’ ও ‘রিমঝিম’র মতো শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন বালাম।

বিনোদন ডেস্ক