বিরহী হৃদয়ের জন্য ‘চাঁদ বদনে’
বিরহের আবহে নির্মিত নতুন গান ‘চাঁদ বদনে’। গানটির কথা ও সুরে রয়েছে বিচ্ছেদের অনুভব, যা বিষন্ন আবেগে মোড়া। সংশ্লিষ্টদের মতে, এই হাহাকারভরা অনুভূতিই বিরহী হৃদয়ের শ্রোতাদের সঙ্গে সহজে সংযোগ তৈরি করবে। একই সঙ্গে গানটির ভিডিওতেও রয়েছে নাটকীয় ও আবেগঘন গল্পের উপস্থাপন।
সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছে আলোচিত কণ্ঠশিল্পী তানজিল মিসবাহর নতুন এই গান। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গীতিকবিতা ও সুর করেছেন তানজিল মিসবাহ নিজেই। সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন সোভন রায়।
কুয়াকাটার বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও চিত্রায়ন করা হয়েছে। স্যাড রোমান্টিক গল্পে ভিডিওটি নির্মাণ করেছেন হাসান রনি। এতে তানজিল মিসবাহর সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন সুমাইয়া।
গানটি প্রসঙ্গে তানজিল মিসবাহ বলেন, ‘যারা বিরহের গান ভালোবাসেন এবং বাস্তব জীবনের বিচ্ছেদকে অনুভব করেছেন, তারা এই গানটির সঙ্গে নিজেদের সহজেই মেলাতে পারবেন। শ্রোতা-দর্শকদের প্রতিক্রিয়াই আগামীর পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।’
ধ্রুব মিউজিক স্টেশন জানায়, তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংগীত প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।

বিনোদন ডেস্ক