কোক স্টুডিওর সেই গায়িকা হয়েছেন লোকগানে প্রথম

কোক স্টুডিও বাংলায় ‘সব লোকে কয়’ গানে কণ্ঠ দিয়ে দর্শকপ্রিয়তা পান কানিজ খন্দকার মিতু। সংগীতের ক্যারিয়ারের পাশাপাশি পড়াশোনায়ও বেশ মনোযোগী এই তরুণ তুর্কী।সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামবিশ্ববিদ্যালয়ের লোকগান বিভাগে স্নাতকোত্তর পর্বের রেজাল্ট প্রকাশ হয়েছে। সেখান  লোকগান বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মিতু। তার সিজিপিএ ৩.৯৫।বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত মিতু। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, প্রথমেই...