৩৮ দিন প্রেম করে বিয়ে, বিয়ের পরদিনই মক্কায় সংগীত পরিচালক

চিরকুটের একসময়ের কি–বোর্ডিস্ট ও সুরকার–সংগীত পরিচালক এবং গায়ক জাহিদ নিরব বিয়ে করেছেন। ২৩ অক্টোবর রাতে ঢাকার নিকেতনে নিরবের বাসায় দুই পরিবারের অল্প কয়েকজনকে সঙ্গে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খবরটি নিশ্চিত করেছেন জাহিদ নিরব নিজেই।নববধূ সূচনা তাসনীম রূপচর্চাবিষয়ক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। বিয়ের পরদিনই তাঁরা সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনে গেছেন।মক্কা থেকে নিরব বলেন,‘আমাদের বন্ধুত্বের...