নেপালের মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং, প্রথমবার জুটি সুনেরাহ-রেহান
নেপালের মুস্তাং জেলার অন্তর্গত জমসম—সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত একটি শহর। কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরটি নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তুষারে ঢাকা পাহাড়, খোলা নীল আকাশ আর নিরব প্রকৃতির কারণে দীর্ঘদিন ধরেই এটি আন্তর্জাতিক নির্মাতাদের পছন্দের শুটিং লোকেশন। বলিউডের একাধিক প্রজেক্টের শুটিং হয়েছে এই জমসমে।
এই শহরেই সম্প্রতি শুটিং সম্পন্ন হয়েছে বাংলাদেশের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহান। শুটিং হয়েছে মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এমন আবহাওয়ায় শুটিং করা বাংলাদেশের কোনো টিমের জন্য তুলনামূলকভাবে ভিন্ন অভিজ্ঞতা।
‘ও জান’ মূলত আলোচিত গান ‘ময়না’-এর টিমের দ্বিতীয় প্রজেক্ট। গত বছরের জুলাইয়ে প্রকাশিত ‘ময়না’ গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে আলোচনায় আসে। সেই গানে কণ্ঠ দিয়েছিলেন কোনাল ও নিলয়, কথা লিখেছিলেন আসিফ ইকবাল এবং ভিডিও নির্মাণ করেছিলেন তানিম রহমান অংশু। ‘ও জান’-এও একই গায়কদ্বয় কণ্ঠ দিয়েছেন এবং গীতিকার হিসেবে রয়েছেন আসিফ ইকবাল। তবে এবার সুরে যুক্ত হয়েছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। নির্মাণের দায়িত্বে আবারও আছেন তানিম রহমান অংশু।
মিউজিক্যাল ফিল্মটির দৃশ্যায়নে গুরুত্ব দেওয়া হয়েছে জমসম শহরের প্রাকৃতিক পরিবেশকে। তুষার, পাহাড় ও খোলা প্রাকৃতিক দৃশ্যকে কেন্দ্র করে গল্পটি এগিয়েছে। শুটিং শেষে সুনেরাহ বিনতে কামাল নেপালের পরিবেশ ও অভিজ্ঞতার কথা জানান। অন্যদিকে ফররুখ আহেমদ রেহান শুটিংয়ের সময় ঠাণ্ডাজনিত চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন।
‘ও জান’ প্রকাশের প্রাথমিক পরিকল্পনা ছিল নতুন বছর উপলক্ষে। তবে বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত আগামী ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি প্রকাশ করা হবে। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এটি বাংলাদেশ, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে নির্মিত একটি প্রজেক্ট।

বিনোদন ডেস্ক