মানবিক গল্পে জুটি বাঁধলেন আরশ-সুনেরা

মানুষ তার পরিচয় নানা কারণেই ভুলে যায়। জাত, বর্ণ, অর্থ, ধর্মসহ নানা কিছু পার্থক্য গড়ে দেয় মানুষের মধ্যে। তখন মানুষ হয়ে ওঠে অমানবিক, তাদের মধ্যে তৈরি হয় বৈষম্য। কিন্তু মানুষ যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়, তখন সে ভুলে যায় সব ব্যবধান। তার পরিচয় আর ধনী গরিব কিংবা সাদা কালো হয়ে ওঠে না। সে হয়ে ওঠে মানবিক, কেবলই মানুষ।
এমন মানবিক এক গল্পের নাটক ‘১০ মিনিট’ এ জুটি বাঁধতে দেখা যাবে আরশ খান ও সুনেরাহ বিনতে কামালকে।
এই নাটকের মাধ্যমে অভিষেক হচ্ছে তরুণ নির্মাতা শরীফ নাসরুল্লাহর। তাঁর ভাষ্য, ‘১০ মিনিট’ নির্মাণের মধ্য দিয়ে। শরীফ নাসরুল্লাহ বলেন, এই নাটকের মধ্যমে আমরা একটা মানবিক গল্প বলার চেষ্টা করেছি। চারদিকে মানুষের মধ্যে নানাকিছু নিয়ে অমানবিক সব কর্মকাণ্ড চলে। কিন্তু এর মধ্যেও এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের কঠিন হয়ে যাওয়া মনকে একটু খানি মমতা, ভালোবাসার সুবাস ছড়িয়ে দেয়। ১০ মিনিট আমাদের মধ্যে সেই ভালোবাসার সুবাস ছড়িয়ে দেবে।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাট্যকার অপূর্ণ রুবেল। তিনি বলেন, “শরীফ নাসরুল্লাহ সাংবাদিক হলেও তাঁর মনপ্রাণে একজন নির্মাতা লুকিয়ে আছে, সেটা বহু আগেই বুঝেছিলাম। নাটক ‘১০ মিনিট’ নির্মাণের মধ্য দিয়ে সেই ধারণাই আরও স্পষ্ট হলো।”
সম্প্রতি ঢাকার উত্তরা এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ওয়াটার লিলি পিকচার্স প্রযোজিত নাটকটি দ্রুতই দেখা যাবে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।