জাবিতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও সাভার অঞ্চলের গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
আজ রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালায় জাবি ও সাভার এলাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেছেন। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন গণমাধ্যম বিশেষজ্ঞ জিয়াউর রহমান। প্রশিক্ষণটিতে নির্বাচনকালীন রিপোর্টিংয়ের খুঁটিনাটি, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, নির্বাচন আইন ও বিধিবিধান এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির বিভিন্ন কলাকৌশল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সাম্প্রতিক গণঅভ্যুত্থানে সাহসিকতার পরিচয় দিয়েছেন। অনেক সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে শরীরে স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছেন। এমন অদম্য শক্তির সঙ্গে সামান্য প্রশিক্ষণ ও উৎসাহ যুক্ত হলে এই অঞ্চলের প্রকৃত ও নির্ভরযোগ্য তথ্য দেশবাসী অবশ্যই পাবে।
পিআইবির সহকারী সম্পাদক শায়লা আক্তার জানান, নির্বাচন সন্নিকটে হওয়ায় সাংবাদিকদের সহায়তা করা ও তাদের পেশাগত ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা চাই সাংবাদিকরা দায়িত্বশীলভাবে তথ্য প্রচার করুন, যাতে কোনো তথ্য গুজবে পরিণত না হয়।
দুই দিনব্যাপী এই কর্মশালায় সাংবাদিকদের নির্বাচন আইন, আচরণবিধি এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় উদ্ভূত প্রতিকূলতা কাটিয়ে ওঠার বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হবে।

আকিব সুলতান অর্নব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়