এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর অসহায় বিলকিসের পাশে জেলা প্রশাসক
তীব্র শীত আর চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করা ঠাকুরগাঁওয়ের সেই অসহায় নারী বিলকিস আক্তারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। গতকাল সোমবার (৫ জানুয়ারি) এনটিভি অনলাইনে বিলকিস আক্তারের জীবনসংগ্রাম নিয়ে একটি মানবিক সংবাদ প্রকাশের পর তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের পক্ষ থেকে তার বাড়িতে সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ঠাকুরগাঁওয়ে বর্তমানে তাপমাত্রা এক অঙ্কে নেমে আসায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে এনটিভি অনলাইনে সংবাদ প্রচারের পরপরই জেলা প্রশাসকের নির্দেশে তার প্রতিনিধিরা বিলকিস আক্তারের বাড়িতে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র নিয়ে হাজির হন। প্রতিনিধি দলটি অসহায় বিলকিসের কষ্টের কথা শোনেন। তার পরিবারের আবাসন সমস্যা সমাধানে নতুন ঘর ও আসবাবপত্র প্রদানের আশ্বাস দেন।
স্থানীয় প্রতিবেশী রেদোয়ান জানান, এনটিভি অনলাইনে প্রতিবেদনটি দেখার পর থেকেই সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যক্তিগত উদ্যোগে খাদ্য, নগদ টাকা ও শীতবস্ত্র নিয়ে বিলকিসের বাড়িতে আসছেন।
দীর্ঘদিন অনাহারে-অর্ধাহারে দিন কাটানো বিলকিস আক্তার আবেগে আপ্লুত হয়ে স্থানীয় আঞ্চলিক ভাষায় বলেন, ‘মুই এতদিন ছোয়ালক নেহেনে না খায় ছিনু, রায়তোত ঠান্ডা তাহানে কাঁপে ছিনু। এলা সবায় মিলে মোক যেভাবে সাহায্য করেছে, এলা মনে হচে আল্লাহ রহমতে হামার আর সমস্যা থাকিবেনি।’
তিনি কান্নাজড়িত কণ্ঠে আরও যোগ করেন, আজ মনে হচ্ছে তিনি পৃথিবীতে একা নন, সবাই তার পাশে আছে।
বিলকিসের বাবাও এনটিভি ও এনটিভি অনলাইনের সাংবাদিক ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের কষ্টের কথাগুলো তারা মানুষের সামনে তুলে ধরেছেন বলেই আজ এত মানুষের সহায়তা পেয়েছি। এই সহযোগিতায় আমরা নতুন করে বাঁচার আশা খুঁজে পেয়েছি।

মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)