অরিদ্র বাঁচতে চায়, প্রয়োজন ৭ লাখ টাকা
অরিদ্র ঘরামী। বয়স ছয় বছর আট মাস। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিউতে আছেন। অরিদ্র ঘরামীর বাবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। অসুস্থ অরিদ্র হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন রয়েছেন। অরিদ্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিডনি, লিভার ও হার্ট বিকল হয়ে গেছে । যে কারণে তাকে প্রতি সপ্তাহে নানাবিধ টেস্ট করাতে হচ্ছে। যার কারণে ওষুধসহ প্রতিদিন ৭০০০/- টাকার মতো খরচ হচ্ছে।আর এই রোগের উন্নত চিকিৎসার জন্য আরও...
সর্বাধিক ক্লিক