উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় 'জুলাই-গণঅভ্যুত্থান দিবস' পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির প্রথম পর্বে দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জনগণের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেক্টর, ডেপুটি-রেক্টর ও শিক্ষকদের অংশগ্রহণে বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক: তরুণদের ক্ষমতায়ন ও সম্পৃক্ততা- শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায় এ বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উজবেকিস্তান ডিপ্লোম্যাট বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. উমিদ মাহামুদভ এবং উজবেকিস্তান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব ইকোনোমি ও ডিপ্লোম্যাসি এর ডেপুটি রেক্টর ড. মোজাফফর জালালভ।
রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ইতিবাচক পরিবর্তন আননয়নের ক্ষেত্রে তরুণ ও ছাত্রসমাজের বলিষ্ঠ ভূমিকা ও নেতৃত্বের বর্ণনা করেন। এ প্রসঙ্গে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও পটভূমির উপর আলোকপাত করে তিনি বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের সংগ্রাম, প্রত্যয় ও সংকল্পের কথা তুলে ধরেন। বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার সম্পর্কের বর্তমান অবস্থা ও অগ্রযাত্রার বর্ণনা দিয়ে সম্পর্ককে আরো গতিশীল ও ফলপ্রসূ করতে দু'দেশের তরুণ সমাজের শক্তি, মেধা ও সৃজনশীলতাকে যথাযথভাবে কাজে লাগানোর উপর জোর গুরুত্ব আরোপ করেন।
একই দিনে দূতাবাস ‘বাংলাদেশ: তারুণ্যের কণ্ঠস্বর’ শীর্ষক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে উজবেকিস্তান আর্ট অ্যাকাডেমির তরুণ চিত্রশিল্পীগণ অংশগ্রহণ করেন। উজবেক শিল্পীদের অঙ্কনে এক প্রাণবন্ত ও বৈচিত্র্যময় বাংলাদেশের ছবি ফুটে উঠে, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে। উজবেকিস্তান আর্ট অ্যাকাডেমির শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও উজবেকিস্তানের অ্যাকাডেমিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া অঙ্গনের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় তারা দূতাবাসে ‘জুলাই বিওন্ড বর্ডারস’ শিরোনামে প্রদর্শিত ছবিগুলো ঘুরে দেখেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী গৃহীত কর্মসূচির সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)