কথোপকথনে তর্কাতর্কি এড়াতে কী করবেন?

যেকোনো কথোপকথন শান্ত-সুন্দরভাবে শুরু হয়। অথচ কিছুক্ষণ পরে সামান্য কথা থেকেই বেধে যায় তর্কাতর্কি। রাগের মাথায় একজন অপরজনকে ব্যক্তিগত আক্রমণ করে দু’কথা শুনিয়ে দিতে দ্বিধাবোধ করেন না। ঝামেলা থেমেও গেলেও, অনেক সময়েই রাগের মাথায় বলা ফেলা কথার জেরে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।বন্ধু হোন বা কর্মক্ষেত্রে কোনো সহকর্মী অথবা অন্য কোনো পরিচিত ব্যক্তি, অনেক সময় অন্যের কথা পছন্দ না হলেও শুনতে হয়। কখনো সেই কথার...