তানজিয়া জামান মিথিলা: দেশীয় শাড়িতে গ্লোবাল ফ্যাশন স্টেটমেন্ট
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ফ্যাশন আইকন তানজিয়া জামান মিথিলা কেবল সৌন্দর্যের প্রতিমূর্তি নন, তিনি আধুনিক ফ্যাশনে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরার একজন সফল দূত।
সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত শাড়ি পরিহিত একাধিক ফটোশ্যুট যেন সেই বার্তাই দেয়। সবুজ এবং লাল রঙের ঐতিহ্যবাহী শাড়িকে তিনি যেভাবে আধুনিক রুচি ও স্টাইলিংয়ের মাধ্যমে উপস্থাপন করেছেন, তা ফ্যাশনপ্রেমীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
মিথিলার ফ্যাশন লুক বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি মূলত গাঢ় সবুজ শাড়ি ও মেরুন বা লাল ব্লাউজের ক্লাসিক কম্বিনেশন বেছে নিয়েছেন। এই রঙের বিন্যাস বাংলাদেশের ঐতিহ্য, বিশেষ করে উৎসবের মেজাজ ফুটিয়ে তোলে।
মিথিলার পরিহিত শাড়িগুলোর বুনন দেখে মনে হচ্ছে এগুলো ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি বা নরম অর্গানজা/শিফন ধরনের ফ্যাব্রিক, যা ড্র্যাপিং বা জড়ানোর জন্য খুবই উপযুক্ত। শাড়ির পাড়ে থাকা সোনালী কারুকাজ বা জরি পাড় শাড়িটিকে দিয়েছে একটি জমকালো অথচ মার্জিত লুক।
মিথিলার ব্লাউজের স্টাইলে হাফ-হাতা বা কনুই পর্যন্ত হাতাযুক্ত ব্লাউজ, যা শাড়ির ঐতিহ্যবাহী আবেদনকে বজায় রেখেও ব্লাউজের পিঠের অংশটিকে (Backless/Low Cut) আধুনিক ও বোল্ড স্টাইল দিয়েছে। ব্লাউজের এই কাট শাড়িটিকে মিথিলাকে দিয়েছে একটি গ্লোবাল র্যাম্প-রেডি চেহারা।
শাড়ির সঙ্গে মিথিলার সাজসজ্জা ছিল নিখুঁত এবং মিনিমালিস্টিক।
মিথিলার পায়ে পরা রূপালি নুপুর (Anklets) এবং কানে পরা ঐতিহ্যবাহী ঝুমকা বা রিং আধুনিক এবং জাতিগত (Ethnic) ফ্যাশনের এক চমৎকার ফিউশন তৈরি করেছে। গহনার আধিক্য এড়িয়ে শুধু পায়ে ও কানে ফোকাস করার এই কৌশলটি ছবিগুলোতে নজর কেড়েছে।
হালকা স্মোকি বা নুড মেকআপ এবং চুলে ক্যাজুয়াল বান (Bun) বা অগোছালো খোঁপা তাঁকে দিয়েছে একটি রোম্যান্টিক এবং শান্ত রূপ।
সবুজ গাছপালার মধ্যে বা রুফটপে বসে ফুলের সঙ্গে তোলা ছবিগুলো প্রকৃতির সঙ্গে তাঁর সংযোগ এবং লুকে এক ধরণের কাব্যিক সৌন্দর্য যোগ করেছে।
তানজিয়া জামান মিথিলার এই শাড়িগুলো ঐতিহ্যবাহী পোশাককে সঠিকভাবে স্টাইল করা হলে তা আন্তর্জাতিক ফ্যাশনকেও চ্যালেঞ্জ জানাতে পারে। এই লুকগুলো তরুণ প্রজন্মকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে শাড়ি শুধু কোনো অনুষ্ঠানের পোশাক নয়, এটি একটি লাইফস্টাইল স্টেটমেন্ট, যা একই সঙ্গে শক্তিশালী এবং সংবেদনশীল।

ফিচার ডেস্ক